মুসলমানদেরকে হজ পালনের আহ্বান জানিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে -,

“এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরে হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ রয়েছে এ পর্যন্ত পৌছার। আর যে তা মানে না, আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না। ” [সুরা ইমরান - ৩ঃ৯৭]

“এবং স্মরণ কর, যখন আমি ইব্রাহীমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম যে, আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখ তাওয়াফকারীদের জন্যে, নামাযে দন্ডায়মানদের জন্যে এবং রকু সেজদাকারীদের জন্যে। তারা পায়ে হেঁটে এবং দূরের পথ থেকে উট নিয়ে আপনার কাছে আসবে। ” [সুরা হাজ্জ্ব - ২২ঃ২৬-২৭] [22:26-27]

 শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য একটি মৌলিক দায়িত্ব হল হজ পালন করা যা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। সফর - এর রয়েছে বাংলাদেশ বংশদ্ভুত মুয়াল্লিম দল যারা আপনাকে 'সহি' পদ্ধতিতে হজ পালনে সাহায্য করবে।

আরও জানুন